বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট বাসীর জনদুর্ভোগ কমাতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে। সংস্কারকৃত রাস্তাটি বাগেরহাট জেলা শহরের দশানি এলসিডির মোড় থেকে নূর মসজিদ মোড় পর্যন্ত। সড়ক সংস্কার সার্বিক তত্ত্বাবধান করছেন সুজন মোল্লা নিজেই।
স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। বাগেরহাট সদর উপজেলার বেশিরভাগ মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও।
যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিমি মন্ডল বলেন, দীর্ঘ বছর ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ ছিল না। নতুন করে নির্মাণ করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।
স্থানীয় গোলাম তাজরেজ সবুজ বলেন, রাস্তাটি উপজেলা থেকে শহরের যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিনিয়ত মানুষ দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কার করে দিচ্ছেন, এ জন্য সুজন মোল্লাকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে যুবদল নেতা মোঃ সুজন মোল্লা বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। বাগেরহাট পৌর শহরের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব।