বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ৭টি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সামনে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে বাসগুলো উদ্বোধন করেন।
কিন্তু বিকেল ৫:১০ মিনিটে শিডিউলের প্রথম বাস যাত্রা করার পর ক্যাম্পাস–পীরগঞ্জ রুটের একটি গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যায়। বাসটি বড়দরগা পার হয়ে বিশমাইল বাজারের কাছে বিকল হয়। পরে বাসটি অকেজো চাকা নিয়েই পীরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, “মাঝপথে হঠাৎ চাকা ব্লাস্ট হওয়ার পর যাত্রীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জনি জানান, “বাসটি বর্তমানে কচ্ছপের গতিতে চলছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “উদ্ভোদনের দিনে এমন ঘটনা কাম্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিম্নমানের বাস ভাড়া নিয়েছে। তারা শুধু উন্নয়ন দেখানোর চেষ্টা করছে।”
পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা ফেসবুকে লিখেছেন, “আজ বিআরটিসি ডিপো ভিজিট করেছি। গাড়িগুলো পুরাতন, সম্পূর্ণ মেরামত এখনও হয়নি। গত ৮–৯ দিন ধরে রং, সিট ও ইঞ্জিনের কাজ চলছে। তারা আশ্বাস দিয়েছে ১ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হবে। ইউজিসির নির্দেশে বিআরটিসি ভাড়া নেওয়া বাধ্যতামূলক হয়েছে। রুট সম্পূর্ণ দেওয়া সম্ভব হচ্ছে না, উপজেলা সদর বাইরে গাড়ি দিতে পারছি না। ভবিষ্যতে চেষ্টা চালানো হবে।”
এমআই