তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পরিচালক হিসেবে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের খন্দকার আহনাফুজ্জামান এবং সহকারী পরিচালক হিসেবে একই বিভাগ ও শিক্ষাবর্ষের মুবাশ্বির আলম নির্বাচিত হয়েছেন। এসময় কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের কারচারাল স্কুল ও কিশোর থিয়েটার সম্পাদক জিয়াম কাদের উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, অফিস, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সাদাত সালেহীন, অর্থ ও পাঠাগার সম্পাদক নাহিদ ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ ওয়েজ করুনী, খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক খন্দকার তারেক হোসাইন, কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক হাফেজ আব্দুর রহমান, মিডিয়া ও প্রচার সম্পাদক এইচ এম মারুফ বিল্লাহ, সাংস্কৃতিক ও থিয়েটার সম্পাদক আল আবিদ।
নবনির্বাচিত পরিচালক খন্দকার আহনাফউজ্জামান বলেন, আমি এই শাখার পরিচালক হিসেবে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যেকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমার উপর এই অর্পিত দায়িত্বটাকে যথাযথ ভাবে পালন করতে পারি সেইজন্য সকলের কাছে দোয়া এবং পরামর্শ চাই।
উল্লেখ্য, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালে
২৮শে সেপ্টেম্বরে - একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই পাঁচটি আদর্শকে সামনে রেখে প্রতিষ্টা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, দক্ষতা অর্জন ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এমআই