বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাকসুতে 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ' প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
রাকসুতে 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ' প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা

রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( রাকসু) নির্বাচন উপলক্ষে 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ'প্যানেল ১২ দফা ইশতেহার ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার ১৬ (সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক  ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী তাসিন খান।

সংবাদ সম্মেলনে তাসিন খান বলেন,'রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আমরা যতটুকু ক্ষমতা পাবো সেই অনুযায়ী আমরা আমদের ইশতেহার সাজিয়েছি। বিশ্ববিদ্যালয়ে বভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা সেগুলো নিয়ে একবারে গোড়া থেকে কাজ করতে চাই।'

তিনি আরও বলেন, 'নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ক্লাসচলাকালীন সময়ে প্রচারণা চালানোর কোনো নিয়ম নেই। অনেকেই প্রচার প্রচারণা চালাচ্ছে প্রশাসন এখনো এর কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো অনেকে মিলে প্রচারণা চালাচ্ছে। সেখানে আমরা মাত্র ১৯-২০ জন।পাশাপাশি  বিভিন্ন উপঢৌকন বা ফিস্টের আয়োজন করছে। এই জায়গাগুলোতে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি তাদের তাল মেলানো কঠিন হয়ে দাড়াচ্ছে ও অসমতার দেখা দিচ্ছে।'

তাদের ইশতেহারগুলো হলো

একাডেমিক মাস্টারপ্ল্যান: শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে একাডেমিক কোনো প্ল্যানই নেই। আমরা অপ্রস্তুত থাকলেও বিশ্ব আরও ৫ বছর আগে চতুর্থ শিল্পবিপ্লব এর বাস্তবতায় প্রবেশ করেছে। আমরা ক্রমশ পরিবর্তনশীল বাস্তবতা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়কে অন্তত ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যান করতে বাধ্য করবো।

রিসার্চ অ্যান্ড ইম্প্যাক্ট দপ্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বরাদ্দ মোট বাজেটের মাত্র ২-৩%। আমরা বিশ্ববিদ্যালয়ের পুরো গবেষণা কাঠামো এক ছাতার নিচে আনতে রিসার্চ অ্যান্ড ইম্প্যাক্ট দপ্তর বা (ORI) গঠনের দাবি উত্থাপন করবো। উচ্চ ক্ষমতাসম্পন্ন এ দপ্তর জনগণের কাছে বার্ষিক স্বচ্ছতা রিপোর্ট প্রকাশ করতে বাধ্য থাকবে। 

ফি পরিশোধে ওয়ানস্টপ সল্যুশন:

ভর্তি, রেজিট্রেশন, পরীক্ষার ফরম পূরণ এবং সার্টিফিকেট উত্তোলন করতে গিয়ে ব্যাপক হয়রানির শিকার হতে হয় আমাদের। হল, বিভাগ, লাইব্রেরি, ব্যাংকে দৌড়াদৌড়ি অনিবার্য। এক অ্যাপে সব কিছু সংযুক্ত করে, এক ট্যাপেই পরিশোধ করা যায় এমন সমাধান শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আমরা নির্বাচিত হলে প্রথম ২ মাসের মধ্যে প্রশাসনের মাধ্যমে এর সমাধান করবো।

কার্যকর ও শক্তিশালী এলামনাই নেটওয়ার্ক:

নিয়মিত শিক্ষার্থীদের স্নাতক শেষ হওয়ার সাথে সাথে নামমাত্র ফি পরিশোধ সাপেক্ষে এলাইমনাই অ্যাসোসিয়েশনে যুক্ত করার নীতি প্রস্তাব করা হবে। হলের খাবারে ভর্তুকি ও নতুন হল নির্মাণে এলামনাই নেটওয়ার্ক, UGC-CSR যৌথ তহবিল গঠন করার প্রস্তাব করবো।

উপাচার্য নির্বাচন ও পরবর্তী রাকসু:

রাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও নির্বাচিত হতে হবে। নির্বচিত হলে আমাদের প্রথম মাসের কাজ হবে-রাকসু নির্বাচনকে স্থায়ীভাবে ক্যালেন্ডারে যুক্ত করে, আগামী বছরের রাকসুর পূর্ণাঙ্গ রোড ম্যাপ ঘোষণা করতে প্রশাসনকে বাধ্য করা। সভাপতি তথ্য-উপাচার্যের নিরস্কুশ ক্ষমতা হ্রাসে সিনেট কার্যকর করে প্যানেলের মাধ্যমে নির্বাচিত উপাচার্য ব্যবস্থায় ফিরে যেতে হবে।

প্রকৌশল শিক্ষার্থীদের আইইবি এক্রিডিশন:

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বা আইইবি অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।

ফুড এন্ড পাবলিক হেলথ্ মনিটরিং গ্রুপ:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে 'ফুড এন্ড পাবলিক হেলথ মনিটরিং গ্রুপ” তৈরি করবো। যারা বিভিন্ন হলের ডাইনিং, ক্যান্টিন, এবং দোকানের খাবার ও পানির মান যাচাই করবে। 


সবার জন্য ইন্সটিটিউশনাল মেইল:

বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, স্কলারশিপ, গবেষণা সাইটে এক্সেস, গবেষনাপত্র প্রকাশ ও ফান্ডিং আবেদনের পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার নামমাত্র মূল্যে পেতে সহায়তা করে প্রাতিষ্ঠানিক মেইল। আমরা সকল শিক্ষার্থীর তথ্য অফিসিয়াল Name@ru.ac.bd ডোমেইনের ইমেইল অ্যাকাউন্ট দিতে প্রশাসনকে বাধ্য করতে।

রাজনৈতিক প্রভাবমুক্ত ও মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয়:

বিশ্ববিদ্যালয় অঙ্গনে সামাজিক, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটা মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয় গড়ার সূচনা করবো। যেখানে মত প্রকাশের স্বাধীনতা, সহাবস্থান ও নিরাপরা নিশ্চিত করে সরকারি ও রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। 

অন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটি ফোরাম:

একটা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রেংকিংয়ে লিঙ্গ , শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের পাশাপাশি অন্তজাতিক শিক্ষার্থীর অনুপাত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।এক্ষেত্রে আমরা  অন্তর্জাতিক শিক্ষার্থী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের  দাবি উত্থাপন  করবো। 

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ সমন্বয়:

বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পরিবহন ব্যবহার না করেও ফি দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ২০১৭-১৮ অর্থবছরে প্রায় দেড় কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দিয়েছিল। অনিবন্ধিত রিকশাচালকদের হয়রানি কমাতে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাকে আমরা শিক্ষার্থী নির্ভর করার প্রস্তাব করবো। 

পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন:

বিশ্ববিদালায়র শিক্ষক- শিক্ষার্থীদের মধ্যে ভারসাম্যপূর্ণ , সহযোগিতামূলক ও সৌহার্দ্যপূর্ণ  মিথস্ক্রিয়া  গড়ে তুলতে আমরা কাজ করবো।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল