শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

অপ্রতিরোধ্য স্বপ্নে,অগ্রগতির পথে ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
অপ্রতিরোধ্য স্বপ্নে,অগ্রগতির পথে ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব

মোশাররফ পারভেজ, ডিআইইউ প্রতিনিধি: 

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সমাপ্তি অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান এসএম সাজ্জাদ আহমেদ শোভন এই কমিটি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নতুন কমিটির সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এসএম সাজ্জাদ আহমেদ শোভন এবং কো-অর্ডিনেটর মো. ওমর ফারুকসহ নবগঠিত ক্লাবের সকল কার্যনির্বাহী সদস্য। এই সভায় সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. ফয়সাল ইসলাম শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা উত্থাপন করেন। 

এজেন্ডাগুলোর মধ্যে ছিল: 

'CIVISPARK-civil Fest' এর আয়োজন।

অটোকেড (AutoCAD) এবং রেভিট (Revit)-এর উপর পেশাদার কোর্স চালু করা।

কর্পোরেট অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগের জন্য 'Meet up with corporate experienced person' অনুষ্ঠানের আয়োজন।

নতুন সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য মাসিক সভা ও সেমিনারের আয়োজন।

আগামী মাসের মধ্যে একটি শিক্ষাসফর এবং একটি শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। 

উত্থাপিত এজেন্ডাগুলোতে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের পেশাগত জ্ঞান অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এবং শারীরিক ও মানসিক বিকাশের বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। 

সভায় এসব এজেন্ডা নিয়ে ক্লাবের নতুন কমিটির সঙ্গে চেয়ারম্যান এবং কো-অর্ডিনেটরের ফলপ্রসূ আলোচনা হয়। এজেন্ডাগুলোর প্রশংসা করে এবং তা বাস্তবায়নে শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। নতুন কমিটির হাত ধরে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব একটি নতুন অগ্রযাত্রার সূচনা করতে যাচ্ছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল