শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে বসলো পৌনে চার লাখ পরীক্ষার্থী, আটক ১

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে বসলো পৌনে চার লাখ পরীক্ষার্থী, আটক ১

নিজস্ব প্রতিবেদক:

তিন লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থীর অংশগ্রহণে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রের এ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার চেষ্টা করায় একজন প্রার্থীকে পুলিশ আটক করেছে বলে জা সরকারি কর্ম কমিশন- পিএসসির সচিব মো. আব্দুর রহমান তরফদার জানিয়েছেন।

"তাছাড়া সারা দেশের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এখন কোন অপ্রীতিকর খবর পাইনি। আমাদের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। আমি নিজেও দুইটি কেন্দ্রে গিয়েছে। ভালো পরীক্ষা হয়েছে।"

৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।

গত ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদনগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি।

পরে গত ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়।

এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়েছে। এ বিসিএসে প্রথমবারের মত আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়।

২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, চলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথমে গত ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ৪৩ দিন পিছিয়ে এ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হল।

এনআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল