শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মুখোমুখি অধ্যাপক পারভেজ: 'ডাকসু-জাকসু-রাকসু-চাকসু ও জাতীয় নির্বাচন নিয়ে বিশ্লেষণ'

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
মুখোমুখি অধ্যাপক পারভেজ: 'ডাকসু-জাকসু-রাকসু-চাকসু ও জাতীয় নির্বাচন নিয়ে বিশ্লেষণ'

সময় জার্নাল প্রতিবেদক:

ডা. ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে অর্জন, সাফল্য-ব্যর্থতা, নির্বাচন, পিআর পদ্ধতিতে বিএনপির সুবিধা, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচন ও দেশের ব্যাংকিং খাত, অর্থনীতির বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভূ-রাজনৈতিক অর্থনীতিবিদ ও এনবিইআরের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।

আজকে তৃতীয় পর্বে  ডাকসু-জাকসু-রাকসু-চাকসু ও জাতীয় নির্বাচন নিয়ে অধ্যাপক পারভেজের বিশ্লেষণ তুলে ধরা হলো। 

ডাকসু-জাকসু নির্বাচন সংঘাতহীন হওয়ায় ছাত্রদল ও ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, চাকসু-রাকসু নির্বাচনেও একই রকম পরিস্থিতি হবে। তিনি মনে করিয়ে দেন যে সেসব নির্বাচনে যদি কেউ বল প্রয়োগ করতে চান তাহলে সেটা জাতীয় নির্বাচনে প্রতিফলন ঘটবে। তিনি মনে করেন, ছাত্র সংসদের নির্বাচনগুলোর পরে যে দল দেরিতে জাতীয় নির্বাচন চেয়েছিলো তারা এই নির্বাচনের জনপ্রিয়তা দেখে তাড়াতাড়ি নির্বাচন চাইবে। আর যে দল তাড়াতাড়ি নির্বাচন চায় তারা দেরিতে নির্বাচন চাইবে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অধ্যাপক পারভেজ বলেন, এ কথা বলতে চাই যে, একজন পলিটিক্যালি সচেতন লোক হিসেবে না। আমি ওদের পিতা মাতা, আমি ওদের শিক্ষক। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি উনচল্লিশ বছর। আমি ওদের কোন বদনাম করার আগে যে ভাল দিকটা দেখেছি। ওরা কামড়া কামড়ি করেছে এটা লজ্জা লেগেছে কিন্তু যে ভাল দিকটা আমি দেখেছি ঢাকাতেও রক্তপাত হয়নি। ছাত্রদল বয়কট করেছে। সেখানেও রক্তপাত হয়নি। অর্থাৎ রক্তপাত কোন দেশের জন্য কাম্য নয়। ঝগড়া ঝাটি হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে। কিন্তু মারামারি হয়নি এটা একটা বিরাট উত্তরণ। এবং এটা আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এজন্যই আর শিবিরকেও ধন্যবাদ দিচ্ছি। ওনারা যদি মারামারি করত। যেমন আমরা জানি একই রকম একটা প্রতিদ্বন্দ্বিতা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিএনএ তো আমি জানি। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই রকমের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু আমি দুই পক্ষকে সাবধান করে দিতে চাই, আপনারা যদি বলপ্রয়োগ করতে চান, আপনারা যদি মারামারি করতে চান, এটার প্রতিফলন অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে এবং জাতীয় নির্বাচনের আগে আর যে পক্ষ এখন বলতেছে আমরা নির্বাচন দেরিতে চাই। ওই পক্ষ বলেবে তাড়াতাড়ি চাই। কারণ তাদের জনপ্রিয়তা বৃদ্ধি দেখে। আর যারা এখনি নির্বাচন চাই বলছে তারা বলবে যে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। আপনি এটা হয়তো দেখবেন। 

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, যদি একটা সহনশীলতা থাকে তাহলে আগামী নির্বাচন যদি হয়, আমি কিন্তু একটা কথা বললাম, আমি অধ্যাপক পারভেজ। আমি অনেক বেশি দায়িত্বশীল মানুষ। মুখ খুলতে পারি না। আমি সব কিছু জানি। ইন্টারন্যাশনাল গেইম প্লে, ডিপ স্টেট সব কিছু। আমি শুধু এতটুকু বলব, যদি নির্বাচন হয়, এখানে কারো একেবারে চ্যাম্পিয়ন হওয়া আর কারও একেবারে গোল্লা খাওয়া পরিস্থিতি হবে না। 

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, দেয়ার ইজ এ চাঙ্ক অফ ভোট ফর বিএনপি। এখন বিএনপির মধ্যে যে দুষ্কৃতিকারী নেতারা আছে, সবাই না। জনাব তারেক জিয়া আপনার সঙ্গে আমার ম্যাসেজ বিনিময় হয়েছে। আমি আবারও সেই সূত্রে বলতেছি, আপনার দলে বা বিএনপিতে যারা দুষ্কৃতিকারী আছে তারা যেটা চাচ্ছে খুব দ্রুত নির্বাচনে ক্ষমতায় গিয়ে বিগত সরকারের স্টাইলে লুটপাট করবে সেই সম্ভাবনা নেই। আমি তাদেরকে বুঝাতে চেষ্টা করে বলতেছি আমার উপরে আস্থা রাখুন। ঐ সম্ভাবনা নাই। কিন্তু আপনাদের জন্য দুর্ভাগ্য নাই। বিএনপির জন্য কোন দুর্ভাগ্য নাই। কারণ হচ্ছে বিএনপির যে একটা ভোটব্যাংক বিরাট সেটা তারা পাবেই। এখন তারা ২৬০ থেকে ২৮০ সিট চাচ্ছে কিনা।

অধ্যাপক পারভেজ বলেন, আমি জনগণকে বলবো এমন ভোট কাউকে দেবেন না। একক সংখ্যাগরিষ্ঠ হয়ে, মেজরিটি হয়ে যারা সংবিধান চেঞ্জ করবে, যারা দেশটাকে বিক্রি করে দিতে পারে আর একটা দেশকে। এটা আমাদের জন্য খুব ভালো যে বিএনপি ফার্স্ট হবে সম্মানজনক সিট পেয়ে। তারপর সেকেন্ড যে হবে আমি নাম নিচ্ছি না। আমার একটা পক্ষপাতিত্ব চলে আসবে। সেও সম্মানজনক সিট পাবে। তারপরে থার্ড যারা হবে আমাদের বাচ্চারা এনসিপি, আমি স্বপ্ন দেখি।

তিনি বলেন, পার্লামেন্টে জনগণের ভয়েস থাকবে। পার্লামেন্টে চুরি ডাকাতির বিরুদ্ধে কণ্ঠস্বর আসবে। এই ভয়েসটা পার্লামেন্টে আসবে। আমি সে ব্যাপারে আশাবাদী। অর্থাৎ বিএনপি তার ভাগ টুকু পাবে এখন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল