তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দ্রুত দূর করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইদিনব্যাপী নবীনবরণের প্রথম দিনের প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।
এসময় তিনি বলেন, " বিশ্ববিদ্যালগুলোতে এত শিক্ষক স্বল্পতা! কিছু দিনের মধ্যে আমাদের একটি মিটিং হবে। সেখানে খালি পদগুলো মঞ্জুর করার বিষয়ে ডেফিনেটলি সর্বোচ্চ চেষ্টা করবো। ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়েল জন্য যতটুকু করতে পারি আমি করবো। এই পরিকল্পনা নিয়ে আমরা একটা টিম কাজ করছি।
তিনি আরও বলেন, ২০১২ সালে ২জন ছাত্র গুম হয়েছে। এটা ছিল গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতা। আমরা দেশকে মুক্ত করতে পারিনি, পেরেছে সামনের বসা শিক্ষার্থীরা। সেজন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা জীবন বাজি দিয়ে আমাদের স্বাধীন করেছে।
দেশে অনেক ভুয়া মুক্তিযুদ্ধা আছে। যে মুক্তিযুদ্ধা সেও সুবিধা নিবে, তার ছেলেরাও নিবে আমরা এটার বিরোধিতা করেছিলাম কারন ঐসময় প্রকৃত মুক্তিযুদ্ধা খুজে বের করা কঠিন ছিল। এ ধরণের অনিয়মকে দূর করার জন্য তোমরা অবদান রেখছ। এটা অনস্বীকার্য।"
উপচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, থিওলজি এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ ন ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এমআই