নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
বর্তমানে যুব সমাজ পারে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে বলে মনে করেন বাংলাদেশ পপরিবেশবাদী আন্দোলন (বাপা)এর সাধারণ সম্পাদক আলমগীর কবির।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী কলেজের ১৭ নং গ্যালারি কক্ষে অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলের ৩ জেলার তীব্র পানির সংকটাপন্ন অবস্থা উত্তরণে 'সময়ের ভাবনা ও রাজশাহী জেলা' শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাপা'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ ইব্রাহীম আলী। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ ও রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট আলোচক বলেন, 'পানি সংকটের প্রধান কারণ হিসেবে আমি মনে করি বৃক্ষ নিধন দায়ী। কারণ অতি পুরনো গাছ গুলো কেটে ফেলে ভবন তৈরি করা হচ্ছে। আগের সময়ে যেখানে সাড়া বছর পদ্মায় পানি ভরপুর থাকতো এখন তা শুধু বর্ষাকালে দেখা যায়, এতে বোঝা যায় পানির সংকট কতটা মারাত্মক। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিবেশের উপাদান গুলো রক্ষা করতে হবে। নয়তো অচিরেই পরিবেশ ধ্বংসের পথে ধাবিত হবে।'
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী হিসেবে যুবসমাজের ভুমিকা তুলে ধরে তিনি বলেন, 'বর্তমানে যুব সমাজ পারে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে।'
এচাড়াও যুব ও তরুণ ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার একতা বিজয় অর্জন করেছিল, তেমনি ছাত্রজনতার একতাই পারবে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে।'
এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন,"পানির সংকটাপন্ন অবস্থা উত্তরণের ক্ষেত্রে বাপা'র মহৎ একটি উদ্যোগ নিয়েছে। পানির সংকট নতুন কোন বিষয় নয়, বহু আগে থেকেই এই সমস্যা বিরাজমান। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পানির সংকট নিরসনে বৃক্ষের ভূমিকা বজায় রাখতে বৃক্ষরোপণ করতে হবে।'
এমআই