এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুইশো আসনে মনোনয়নের খবর প্রকাশিত হওয়ার পর ফরিদপুরের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ফরিদপুরের চারটি আসনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপিতে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কিছু মিডিয়া মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে।
ফরিদপুর-১ আসনে মনোনয়ন নিয়ে গুজব
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্যাতনের শিকার হয়েছেন, তাই তিনি দলের হামলা-মামলার শিকার ত্যাগী নেতাদেরই মনোনয়ন দেবেন। আওয়ামী লীগের দোসরদের মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই।
এ প্রসঙ্গে ফরিদপুর সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু বলেন, মনোনয়নের যে খবর প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। যদি সত্যিই কোনো মনোনয়ন দেওয়া হয়, তবে তা তারেক রহমানের প্রজ্ঞাপনের মাধ্যমে হবে, সংবাদপত্রের মাধ্যমে নয়।
সম্প্রতি আরিফুর রহমান দোলনকে নিয়ে বিতর্ক
এসব আলোচনার মধ্যে ফরিদপুর-১ আসনে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুর রহমান দোলনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হতে পারে। এই খবর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
এমআই