তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
এশিয়া কাপের নকআউট পর্বের বাকি দুটি ম্যাচ বড় পর্দায় দেখানোর উদ্যোগ গ্রহন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) শাখা ছাত্রদল।
আগামী বুধবার ( ২৪ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে তারা এ আয়োজন করবে। এ দুই রাতে বাংলাদেশ বনাম ভারত এবং বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ বলেন, " আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের জন্য কাজ করি। আমাদের প্রতিটি উদ্যোগ শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের আনন্দ উদযাপনের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করছি। দেশের গৌরবময় জয় আমরা শিক্ষার্থীদের কে সাথে নিয়ে উদযাপন করতে চাই। বিশেষ করে এ দুটি ম্যাচ হবে ভারত ও পাকিস্তানের সাথে যারা আমাদের চিরশত্রু। তাই স্বাভাবিকভাবেই সকলের মাঝে এ দুটি ম্যাচ নিয়ে ভিন্ন ধরনের আমেজ কাজ করবে। এ আমেজকে আরও বাড়িয়ে তোলার জন্যই আমাদের এ আয়োজন। "
এমআই