বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
ডিআইইউ প্রতিনিধি:
ছবি তোলা এখন অনেকের কাছেই শখের বিষয়। কিন্তু একটি সাধারণ ছবিকে অসাধারণ শিল্পকর্মে রূপান্তর করতে প্রয়োজন হয় সঠিক এডিটিং দক্ষতা। এই লক্ষ্যেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আয়োজন করছে বিশেষ 'ফটো এডিটিং ওয়ার্কশপ ২০২৫'।
আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। দুপুর ১:৩০ থেকে শুরু হয়ে বিকেল ৩:০০ পর্যন্ত চলবে এই আয়োজন।
ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ছবি সম্পাদনার বিভিন্ন কৌশল শিখতে পারবেন। লাইট রুম, ফটোশপ এবং মোবাইল এডিটিং-এর মাধ্যমে ছবি সম্পাদনার নানা দিক আয়ত্ত করার সুযোগ থাকছে।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন মো. লিটন মাহমুদ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে, যা তাদের অর্জিত দক্ষতার স্বীকৃতি দেবে।
ক্লাবের সভাপতি বলেন, "আজকের ডিজিটাল যুগে ফটো এডিটিং একটি অপরিহার্য দক্ষতা। শুধু ফটোগ্রাফারদের জন্য নয়, একজন শিক্ষার্থীর জন্যও এটি সমান গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন কিংবা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ে সুন্দর ভিজ্যুয়াল বড় ভূমিকা রাখে।" তিনি আরও বলেন, এই দক্ষতা শিখে ফ্রিল্যান্সিং বা পার্ট-টাইম কাজের মাধ্যমে আয়ের সুযোগও তৈরি হয়।
আগ্রহী শিক্ষার্থীরা মাত্র ৩০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই কর্মশালায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন ফি বিকাশ বা নগদের মাধ্যমে ০১৫৮১৪৫৮১২৭ নম্বরে পরিশোধ করা যাবে। কর্মশালায় যোগ দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই লিংকে (https://forms.gle/MwR93BKPm23ny2nq5) প্রবেশ করে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
এমআই