বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পর প্রার্থীদের আবেদনের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের পর দাখিলকৃত আবেদনপত্র ও অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
এসবের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু দাবির বিষয়ে তাৎক্ষণিক ভাগে জানিয়েছে।
কিছু প্রার্থী নির্বাচনসংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছেন। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পাবলিক ডকুমেন্ট নয় এবং এটি সংরক্ষিত আমানত হিসেবে ব্যবহার করা হয়। তবে যদি কেউ সুনির্দিষ্ট কোনো ঘটনার পর্যবেক্ষণ করতে চায়, তা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে মনোনীত বিশেষজ্ঞ বা কর্মকর্তাদের উপস্থিতিতে দেখা যাবে।
ভোটারদের স্বাক্ষরিত তালিকা অত্যন্ত গোপনীয় এবং কোনো পাবলিক ডকুমেন্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই সুনির্দিষ্ট উদ্দেশ্য উল্লেখ না থাকায় বিশ্ববিদ্যালয় এই তালিকার কপি দেওয়ার অনুরোধ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে।
ব্যালট পেপার ছাপানোর প্রতিষ্ঠান গোপন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার মুদ্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট প্রক্রিয়ার প্রতিটি ধাপের তদারকি করা হয়েছে এবং ভোটের কোনো অসামঞ্জস্য বা অভিযোগ পাওয়া যায়নি।
এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকল আবেদনপত্র ও অভিযোগের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং যথাসময়ে প্রত্যেককে জবাব বা সিদ্ধান্ত জানানো হবে।
এমআই