ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
জুলাই সনদ, প্রয়োজনীয় সংস্থার ও দৃশ্যমান বিচার এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫- দফা দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা।
সকালে শহরের মাদ্রাসার পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে অধ্যাপক ইউনুস আলী জেলা, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর শাখার আমীর মাওলানা রাসেদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মীর নুরুন্নবী, ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, নাটোর শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এমআই