তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে
বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং একইসঙ্গে কেক কেটে বিভাগটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। এ সময় পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, " এই সাবজেক্টটি বর্তমান বিশ্বে সাস্টেইনঅ্যাবল ডেভেলপমেন্ট কনসেপ্ট গ্রো করার পরে অত্যান্ত গুরুত্ব পেয়েছে। এটি বাংলাদেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে ই পড়ানো হচ্ছে। এবছরের ট্যুরিজম দিবস এর যে থিমটা সেটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে ট্যরিজমের উপর কাজ করার অনেক পরিধি আছে। এর উপর রিসার্চ করার অনেক পরিধি আছে।
তিনি আরও বলেন, এদেশ একসময় ট্যুরিজমে অনেক পিছিয়ে ছিল। কারন এর জন্য যে প্রশিক্ষিত জনশক্তি দরকার যারা দেশী ও বিদেশীদের এদেশের ট্যুরিজমে আকৃষ্ট করবে তা ছিল না। আমরা আশা করি এ বিভাগের শিক্ষার্থীরা মাস্টার্স শেষ করার পর ট্যরিজমকে প্রফেশন হিসাবে গ্রহন করবে। তোমরা অনেক কম্পিটেন্ট, তোমরা অনেক স্কিলড, তোমরাই পারবে এ খাতকে উন্নত করতে।"
প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ খ্রিষ্টাব্দ থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয়।
এমআই