নিজস্ব প্রতিবেদক:
যশোরের মনিরামপুর উপজেলায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো দেশে।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফার দেওয়া এক বার্তায় বলা হয়েছে, দুপুর ২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ড অক্ষাংশ ২২.৯৫° উত্তর, দ্রাঘিমা ৮৯.১৩° পূর্ব (মনিরামপুর, যশোর) এর উৎপত্তিস্থল। ঢাকা থেকে এর দূরত্ব ১৫৭ কিলোমিটার। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ‘এটি নিম্নমাত্রার ভূমিকম্প। মনিরামপুরে ছিল এর উৎপত্তিস্থল।”
দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল ২১ সেপ্টেম্বর। সেদিন সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪।
তার এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনের ভূমিকম্পে কেঁপেছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাও। ভারত মিয়ানমার, নেপাল ও ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।
এমআই