এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধম্বালম্বীদের শারদীয় দূগাউৎসবে ষষ্ঠী পূজায় মন্ডপে মন্ডপে পূজারিদের ভীড়। ঢাকঢোল, আর বাধ্যযন্ত্র মূখরিত ৭৭ পূজা মন্ডপ। সাজ সাজ রব সবত্র।
রবিবার দুর্গা পূজার প্রথমদিনে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
রবিবার বিকেলে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর পূর্ব পাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, দৈবজ্ঞহাটী, তেলিগাতি ইউনিয়নের বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম সোহাগ, বিএনপি নেতা খেয়াফত হোসেন খসরু, বৌলপুর সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শান্তানু সোমাদ্দার, দিপংকর চক্রবর্তী সহ হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ধর্ম যার যার দেশ সবার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হিন্দু সম্প্রদয়ের এ বড় উৎসবকে ফসল করতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা সহ সার্বিক সহায়তা করা হচ্ছে। নিরাপত্তার জন্য দলীয় কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। উৎসবে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে।
এমআই