নিজস্ব প্রতিবেদক:
প্রিমিয়াম ডেকোর ব্র্যান্ড সাতোরি এবং ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন জগতে এক নতুন মাত্রা যোগ করতে অংশীদারিত্বে আবদ্ধ হলো।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২-এ অবস্থিত সাতোরি শোরুমে আনুষ্ঠানিকভাবে এই মউ (MOU) স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে দেশের ডিজাইনার এবং ক্লায়েন্টদের জন্য সৃজনশীল ইন্টেরিয়র সলিউশন ও বিশেষায়িত কাস্টম লাইটিং সার্ভিস সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
MOU-তে স্বাক্ষর করেন সাতোরির চেয়ারপার্সন মমতাজ হুসেইন রুনু এবং IDAB-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান। জমকালো এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌন্দর্য জগতের আইকন কানিজ আলমাস খান।
এই পার্টনারশিপের ফলে এখন থেকে ইন্টেরিয়র ডিজাইন ক্লায়েন্টরা সাতোরির মাধ্যমে ঝাড়বাতি থেকে শুরু করে ম্যাচিং ওয়াল লাইট পর্যন্ত তাদের বাড়ি বা প্রজেক্টের জন্য সম্পূর্ণ টোটাল লাইটিং সলিউশন বিশেষ অর্ডারের মাধ্যমে পাবেন। এর মাধ্যমে ডিজাইনারদের কাজের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ক্লায়েন্টরা পাবেন তাদের রুচি ও প্রয়োজন অনুযায়ী সর্বোত্তম ডেকোর সলিউশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতোরির সিইও শাওন তানভীর, IDAB-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম স্মরণ, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য বোর্ড মেম্বাররা। এই সহযোগিতা বাংলাদেশের ডেকোর ও ইন্টেরিয়র শিল্পে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
একে