আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ফার্মা ক্লাব গত রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী ট্যুর ও পরিচিতি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে। এই আনন্দঘন আয়োজনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
অনুষ্ঠানটির শুভ সূচনা হয় মনোরম মাওয়া ঘাটে ভ্রমণের মধ্য দিয়ে। শিক্ষার্থীরা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরস্পরের সঙ্গে আনন্দঘন সময় কাটান। দিনটির দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সদস্যরা লিফ লাউঞ্জে মিলিত হন আড্ডা, অনানুষ্ঠানিক আলোচনা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, যা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করে তোলে। এই স্মরণীয় দিনের সমাপ্তি ঘটে শখের হাড়ি রেস্টুরেন্টে নৈশভোজের মাধ্যমে, যা ছিল ঐক্য ও প্রেরণায় ভরপুর এক সুন্দর পরিসমাপ্তি।
অনুষ্ঠানে ডিআইইউ ফার্মা ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে তার অব্যাহত দিকনির্দেশনা, উৎসাহ এবং শিক্ষার্থীদের উন্নয়নে অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ট্যুর ও পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো. আকবর হোসেন, চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ, শাহেনুল ইসলাম, সহকারী অধ্যাপক ও প্রধান উপদেষ্টা, ডিআইইউ ফার্মা ক্লাব, মাহাদি হাসান, সহকারী অধ্যাপক, মো. হামিদুল ইসলাম, প্রভাষক ও উপদেষ্টা, ডিআইইউ ফার্মা ক্লাব, মো. মিজানুর রহমান, প্রভাষক প্রমুখ।
শিক্ষকবৃন্দের এই মূল্যবান উপস্থিতি ও সার্বিক সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হতে উৎসাহিত করেছে।
ডিআইইউ ফার্মা ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক শাহেনুল ইসলাম এই আয়োজনের সফলতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “আজকের এই ট্যুর ও পরিচিতি অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করেছে। বিশেষ করে মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী স্যারের উপস্থিতি আমাদের জন্য এক অনন্য প্রেরণা। আমরা বিশ্বাস করি, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।”
ক্লাবের প্রচার সম্পাদক সাব্বির হোসেন জানান, “এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও প্রেরণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী স্যারের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা এবং শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতা আমাদের আরও সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই সফল আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় নেতৃত্বের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করেছে, যা আগামী দিনে সবার মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে।
একে