সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পূজোয় আমদানি বন্ধের সুযোগে একদিনে সাতক্ষীরায় কাঁচামরিচের দাম বেড়েছে একশ টাকা

সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
পূজোয় আমদানি বন্ধের সুযোগে একদিনে সাতক্ষীরায় কাঁচামরিচের দাম বেড়েছে একশ টাকা

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা ৫ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমদানি বন্ধের সুযোগে মাত্র একদিনের ব্যবধানে সাতক্ষীরার বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে একশ’ টাকা। ফলে একদিন আগের ১২০ টাকার কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। আগামী ১/২ দিনের মধ্যে দাম ৩০০ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়িরা। ফলে হঠাৎ করে দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে ভারতীয় আমদানিকৃত কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। শনিবার (২৭ সেপ্টেম্বর) যা ছিল মাত্র ১২০ টাকা কেজি। খুচরা বাজারে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। অথচ আমদানিকারকদের কাগজপত্র অনুযায়ী, সব খরচ মিলিয়ে ভারত থেকে প্রতি টন মরিচ এনে বন্দরে পৌঁছাতে প্রতি কেজিতে সর্বোচ্চ খরচ পড়ছে ৮০ থেকে ৮৫ টাকা। পূজোয় আমদানি বন্ধের সুযোগ নিয়ে
কারসাজি করে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

হঠাৎ করে এমন চড়া দামের জন্য বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। সাধারণ ক্রেতা শহরের পলাশপোল এলাকার সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, মরিচের দাম এত বেশি যে কিনতেই কষ্ট হচ্ছে। বাজারে কোনো তদারকি নেই। কয়েকদিন আগেও যে মরিচ খুচরা ১৫০ টাকা কেজি ছিল, আজ তা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। মজুদ থাকা স্বত্বেও ব্যবসায়িরা কারসাজি করে দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে বিক্রেতাদের দাবি, তারা ক্রয়মূল্যের উপর নির্ভর করেই দাম নির্ধারণ করেন। সুলতানপুর বড় বাজারের পাইকারি কাঁচামরিচ বিক্রেতা তুহিন হোসেন জানান, টানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে দেশি কাঁচামরিচ নেই বললে চলে। যে কারণে ভারত থেকে আমদানি করা মরিচের উপরই আমাদের নির্ভর করতে হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষ্যে ভোমরা পোর্ট বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। তাই দাম কিছুটা বেশি। তবে বন্দর খোলার আগে দাম আরো বাড়তে পারে। আগামী শনিবার থেকে আমদানি শুরু হলে দাম আবার কমে আসবে।

বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ি মহিদুল ইসলাম জানান, শনিবারেও আমরা কাঁচামরিচ ১৫০ টাকা কেজি বিক্রি করেছি। কিন্তু আজ পাইকারি বাজার থেকে ২২০ টাকা কেজি দরে মরিচ কিনতে হয়েছে। বাধ্য হয়ে আমরা ২৫০ টাকা বিক্রি করছি। আগামীকাল থেকে দাম নাকি আরো বাড়তে পারে। মাত্র একদিনের ব্যবধানে হঠাৎ দাম বাড়ায় ক্রেতাদরেকে আমরা কোন জবাব দিতে পারছি না। অনেকের সাথে ঝগড়াও করছে আমাদের।

ভোমরা বন্দরের আদানিকারক মামুন হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে বন্দর ৫দিনের জন্য বন্ধ হয়ে গেছে। মরিচ আমদানিও বন্ধ রয়েছে। কাাঁচামরিচ একটি পঁচনশীল পণ্য এটি গুদামজাত করে রেখে আস্তে আস্তে বিক্রি করার সমুযোগ থাকে না। যে কারণে মজুদ কমে যাওয়ার সাথে বাজারে সরবরাহও কমে যায়। ফলে চাহিদা বাড়লে সে পণ্যের দামও বৃদ্ধি পায়। বন্ধের পর ফের ভারত থেকে আমদানি শুরু হলে দাম কমে যাবে বলে জানান তিনি।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে। পূজা শেষে আগামী শনিবার থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হবে। আমদানি শুরু হলে কাঁচামরিচওে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল