মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রার্থীতা ঘোষণার সময় সিদ্দিকী শুভ বলেন, “দেশের মানুষ এখন তারুণ্যের হাতে দেশ পরিচালনা দেখতে চায়। আমি ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতি করছি। দীর্ঘদিন ধরেই জনসেবা করে যাচ্ছি। আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলার আসামি হয়েছি, নানা হুমকি-ধামকিও পেয়েছি। আমার শতভাগ বিশ্বাস, তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন। সাধারণ জনতাও তাই বলছে।
এসময় তিনি আরও বলেন, অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নই হবে তার মূল লক্ষ্য।
আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন আমার একমাত্র লক্ষ্য মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দারিদ্র্যমুক্ত জীবন গড়ে তোলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার কাজ। জনগণের কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নেই। তারা আমাকে সুযোগ দিলে প্রতিনিয়ত সমাজ উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দল ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংবাদ সম্মেলন শেষে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার, মিস্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদলের নেতা এসএম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি উজ্জ্বল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ, মুখলেসুর রহমানসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ওলামায়ে কেরাম ও নারীসহ সহস্রাধিক মানুষ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের ৩১ দফা কর্মসূচির লিফলেটও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এমআই