নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজার ৪ দিনের ছুটির প্রভাবে রাজধানী থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এর ফলে আজ বুধবার ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজার দিকে প্রায় ১৯ কিলোমিটার এলাকায় যানবাহন প্রায় থেমে থেমে চলছে। এ ছাড়া ঢাকা-সিলেটগামী মহাসড়কেও বিভিন্ন অংশে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির চাপে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে রয়েছে। এতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
সোলায়মান হোসেন নামে এক যাত্রী জানান, ‘আজ অনেক যানজট। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা যেতে আধাঘণ্টা লাগে, আজ সেখানে তিন ঘণ্টাও যাওয়া যাবে কিনা সন্দেহ।’
ঢাকা-সিলেট মহাসড়কেও একই সমস্যা দেখা দিয়েছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে। ট্রাকচালক আমিনুল ইসলাম জানান, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বেড়েছে এবং মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, যানজট নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে এবং আশা করা হচ্ছে, শীঘ্রই যানবাহনের চলাচল স্বাভাবিক হবে।
এমআই