তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
সৌন্দর্য ফেরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর পরিষ্কার করা হয়েছে। বুধবার ( ৮ অক্টোবর) থেকে এক সপ্তাহ যাবৎ ৭০ হাজার টাকা ব্যায়ে এটি পরিষ্কার করা হয়।
জানা যায়, হাতিরঝিল নামে অধিক পরিচিত এই সরোবর। দীর্ঘদিন যাবৎ পরিচর্যার অভাব এবং গুরুত্বহীনতার কারনে সৌন্দর্য হারাচ্ছিল সরোবরটি। সাম্প্রতিক সময়ে কচুরিপানা ও শেওলাতে ভরে গিয়েছিল এটি। ছিল না কোনো পানি প্রবাহ। তাছাড়া ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় ভরে ছিল এর চারপাশ। এরই প্রেক্ষিতে ‘সৌন্দর্য হারাচ্ছে ইবির মীর মুগ্ধ সরোবর, পাশেই ময়লার ভাগাড়’ শিরোনামে একটি খবর প্রকাশ করে অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল সময় জার্নাল। এরই প্রক্ষিতে কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
স্টেইট অফিস প্রধান আলাউদ্দিন আলাল বলেন, আগে বাজেট স্বল্পতার কারনে এটি করা সম্ভব হয়নি। এখন ৭০ হাজার টাকায় সরোবর এবং পাশে থাকা পুকুর পরিষ্কার করা হয়েছে। আগামীতে আমরা সরোবরের পাশ দিয়ে বসার জন্য সিড়ি করে দিব। এবার আমরা লেক ইজারা দিয়ে দিব। ইজারা দিলে ওরা মাছ চাষ করবে। তখন আর ওখানে ময়লা আবর্জনা বা কচুরিপানা হবে না।
এদিকে সরোবরের ঠিক উত্তর পূর্ব কোনে করা হয়েছে ময়লার ভাগাড়। যা থেকে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে অসহনীয় দূর্গন্ধ।
এ ব্যাপারে আলাউদ্দিন আলাল বলেন, আগে আমরা শান্তিডাঙায় একটি ভাগাড় করেছিলাম। কিন্তু ওখানকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে আমরা সেটি সরিয়ে নিয়ে এসেছি। আপাতত লেকের ভাগাড় সরানোর কোনো চিন্তা নেই। তবে ওই স্থান গভীর করার ব্যবস্থা করবো, যাতে দূর্গন্ধ কমে যায়।
এমআই