মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
স্বতন্ত্র বিভাগের দাবিতে নোয়াখালী উত্তাল হয়ে উঠেছে। জেলা শহর মাইজদীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাধারণ জনগণ। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ জুমার নামাজের পরে মাইজদীতে নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে এক যোগে এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেটের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সময় উপস্থিত ছিলেন , বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, সদর উপজেলা শাখার সভাপতি ও নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে কোনো গণশুনানি ছাড়াই এ প্রক্রিয়া চলছে। বক্তাদের দাবি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লাকে সমন্বয় করে ‘নোয়াখালী বিভাগ’ গঠন করতে হবে। অন্য কোনো জেলার নামে বিভাগ হলে তা প্রতিহত করা হবে।
এমআই