চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মীদের ছাটাই ও দেশের সকল অঞ্চলের মেধাভিত্তিক দক্ষ কর্মীদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।
সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধনটি ডাকা হয়।
উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীদের পক্ষে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, লিয়াকত শিকার, ইঞ্জিনিয়ার আবু মুছা ও চাকুরী প্রত্যাশীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আবদুল্লাহ আল মাসুম এবং এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, চাকুরী প্রত্যাশী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭-২৪ সাল পর্যন্ত লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা নিয়োগ করতে হবে। এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও যে সকল ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য এবং অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান তারা।
একে