ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
ইসলামী ব্যাংকসহ ব্যাকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ, অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে নাটোরে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে নাটোর কানাইখালী এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন, চাকুরি প্রত্যাশী ফোরামের সদস্য খাববাব হোসেন, মীর রাব্বি, গ্রাহক ফোরামের সদস্য ইউসুফ আলী, নাজির হোসেন, ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী আফতাব হোসেন ও সালমান হোসেনসহ অন্যান্যরা।
মানবন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল করে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ব্যাংক এর নীতি অনুসরণ করে নতুন নিয়োগ দিতে হবে। ব্যাংকে এস আলম গ্রুপ অবৈধ নিয়োগ দাতাদের মাধ্যেমে ব্যাংকের বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। এতে করে ব্যাংকের গ্রাহকরা ক্ষতি গ্রস্থ হয়েছে। পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ব্যাংকের আর্থিক খাত সচল রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
একে