রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকদ্রব্য ও নগদ টাকাসহ নুর আলম (৩৬) নামে এক জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
রৌমারী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১০অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে রৌমারী থানার পুলিশের একটি দল। এসময় নুর আলমের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৯,৯৫০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদক সহ আটককৃত নুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
একে