তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদ সাজিদ আব্দুল্লাহ'র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে বিলম্ব হওয়ায় ক্যাম্পাসে প্রতীকী বোর্ড স্থাপনের মাধ্যমে প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় ক্যাম্পাসের বটতলায় এটি স্থাপন করা হয়।
বোর্ডটিতে বড় অক্ষরে লেখা আছে, "সাবধান! সাজিদ হত্যার___তম দিন, এরপর কি আমি?" এবং নিচে হ্যাশট্যাগে লেখা হয়েছে, "#JusticeForSajid"।
এ সাইনবোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তারা বলছেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এমন হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি হতে পারে।
এ ব্যাপারে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী বোরহান কবির বলেন, সাজিদের মৃত্যুর ৯০ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, সাজিদ হত্যার ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। তাই সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি বোর্ড গঠন করেছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান দ্রুত বিচার নিশ্চিত করতে, নাহলে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক ও ন্যায়বিচার বিলম্বিত করার উদাহরণ হয়ে থাকবে।
গণিত বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক ফেরদৌস ইমনের বলেন, সাজিদ হত্যার বিচার বিলম্বিত হওয়ায় শিক্ষার্থীরা একটি বোর্ড স্থাপন করেছে, যেখানে প্রতিদিন দিন গণনা বদলে দেখানো হবে কত দিন পার হচ্ছে। এই বোর্ডের মাধ্যমে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিচার বিলম্ব ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সবার সামনে তুলে ধরতে চায়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার পর দীর্ঘ সময় পার হলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই, যা প্রশাসনের ব্যর্থতা নির্দেশ করে। মামলাটি সিআইডির কাছে হস্তান্তর হলেও তদন্তের গতি সন্তোষজনক নয়। তিনি প্রশাসনের দায়বদ্ধতা ও সিআইডির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ও সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে শিক্ষার্থীদের জানানো এই তিন দফা দাবি জানান।
ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহকে বিশ্ববিদ্যালয়েই শ্বাসরোধ করে হত্যার ঘটনার ৯০ দিন পার হওয়া সত্ত্বেও প্রশাসন ও পুলিশ কোনো কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই সাজিদের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। যতদিন তা না ঘটে আন্দোলন ও অবস্থান চালিয়ে যাবেন বলে জানান এবং শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকেও একজোট থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এমআই