নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। এ সময় তিন দফা দাবি তুলে ধরে তারা মঞ্চের সামনে অবস্থান নেন এবং সনদ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন। অবশেষে তাদের দাবি বিবেচনায় নিয়ে সনদে জরুরি সংশোধনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
দুপুরে মঞ্চে এসে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধনের কাজ চলছে। চূড়ান্ত সনদে তা অন্তর্ভুক্ত করা হবে, যেখানে থাকবে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা।”
তিনি আরও বলেন, “কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। আজকের বৈঠকই তো চূড়ান্ত নয়। সরকারের পদক্ষেপ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।”
তবে আলী রীয়াজের এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি জুলাই যোদ্ধারা। তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে সকালে তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তাদের দাবিগুলো ছিল— জুলাই সনদে সংশোধন আনা, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।
এমআই