বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী এক বছরের জন্য গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা (২০২৫–২০২৬) এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) শিক্ষক উপদেষ্টা পরিষদ ও শিক্ষার্থী উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জামান তানজিল (১৩তম ব্যাচ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমাদুল হক আলবির (১৩তম ব্যাচ, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ)।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার জামান তানজিল বলেন, "অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। আপনাদের আস্থা ও ভালোবাসায় সভাপতির দায়িত্ব পাওয়া আমার জীবনের এক গুরুত্বপূর্ণ সম্মান ও অঙ্গীকার। বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ফোরামের সুনাম আরও উজ্জ্বল করাই আমাদের লক্ষ্য। সকলের পরামর্শ ও সহযোগিতায় আমরা এক পরিবার হিসেবে এগিয়ে যেতে চাই।"
সাধারণ সম্পাদক আহমাদুল হক আলবির বলেন, "আমাদের সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লে আমরা সবাই একসাথে পাশে দাঁড়াব। ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই মিলে একসাথে কাজ করলেই গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম আরও শক্তিশালী হয়ে উঠবে।"
শিক্ষক উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সজীব বলেন, "সবার সহযোগিতায় গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পূর্বের যেসব সমস্যা ছিল আশা করি নতুন নেতৃত্ব তা সমাধান করবে। নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।"
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা সাইফুল ইসলাম সজীব, সাবেক সভাপতি মো. আরমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক এবং শিক্ষার্থী উপদেষ্টা মো. জাকেরী হোসেন।
উল্লেখ্য, গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা, নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সহমর্মিতা ও নেতৃত্ব বিকাশের একটি সংগঠন। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার ঘটেছে।
এমআি