সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক: 

জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ বছর পর আবারও উৎসবের আমেজে মুখর হলো বাগেরহাট। সোমবার (২৭ অক্টোবর) সকালে স্বাধীনতা উদ্যানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।

সকাল থেকেই জেলার নানা উপজেলা থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। স্বাধীনতা উদ্যান থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয় এক আলোচনা সভার মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ত্যাগী নেতা সুজন মোল্লা, নেতা মো. আবুল হাসান, মো. সুমন পাইক, শেখ জিয়াউর রহমান জিয়া, মো. সাফুল ইসলাম, মো. ইব্রাহিম মোল্লা, মুরাদ চৌধুরী, লায়ন শেখ জিয়াউর রহমান, জাকারিয়া মিলন, মো. সোহাগ হাওলাদার, মো. রাজু মোল্লা, শেখ দেলোয়ার হোসেন, শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কোনো কার্যক্রম করতে পারিনি। নানা প্রতিকূলতা আর রাজনৈতিক পরিস্থিতির কারণে সংগঠনটা অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল। কিন্তু আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে একত্র হয়েছেন এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আজকের এই দিনটা আমাদের জন্য আনন্দ আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন।

তিনি আরও বলেন, যুবদল সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। আমরা চাই, নতুন প্রজন্মের তরুণরা এগিয়ে আসুক, সংগঠনের পতাকা আরও উঁচু করে ধরুক। সামনে বাগেরহাট জেলা যুবদলকে আবারও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল