তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের নানামুখী দাবির মুখে পড়ে গত ১৮ আগস্ট নিজস্ব ফেসবুক পেইজ চালু করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এসময় অতিদ্রুত পেইজটি ভেরিফায়েড এবং ভুয়া পেইজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। তবে দুই মাস পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এতে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অননুমোদিত ফেইক পেইজ থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কারণে শিক্ষার্থীরা এ দাবি তোলেন। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ইবিরও ভেরিফায়েড ফেসবুক পেইজ থাকা উচিৎ বলে সংশ্লিষ্টরা মনে করেন। গত ১৮ই আগস্ট শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করে প্রশাসন। কিন্তু ফেসবুক পেইজ ভেরিফায়েড এবং ভুয়া পেইজগুলোর বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিলেও দুই মাসেও এর কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। এতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভেরর সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রশিদ নিলয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা লজ্জার বিষয় যে এত পুরোনো একটি বিশ্ববিদ্যালয়ের কোনো অফিসিয়াল পেইজ ছিল না। আগস্ট মাসে পেইজ খোলায় আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু এতদিনেও সেটি ভেরিফায়েড না হওয়া প্রশাসনের গাফিলতি ছাড়া কিছু নয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নামে ফেইক পেজগুলোর বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এর কোন অগ্রগতি আমাদের চোখে পড়েনি। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাজাহান আলী বলেন, “এটার নির্দিষ্ট প্রসেসিং রয়েছে। কিছু সময় পার হতে হয়, নির্দিষ্ট ফলোয়ার পূর্ণ হতে হয়। ক্রাইটেরিয়াগুলো পূরণের কাজ চলমান আছে। আমি খোঁজ নিচ্ছি কী কী বাকি আছে। আশা করছি অচিরেই ভেরিফিকেশনের কাজ শুরু করা যাবে। এতে একাধিক অফিস জড়িত, তাদের সঙ্গে সমন্বয় করেই এটি সম্পন্ন হবে।”
একে