নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা সৌদিয়া রিয়াদ ফ্যাশন উইক ২০২৫-এর অংশ হিসেবে ‘আল মামলাকা সোশ্যাল ডাইনিং’-এর ‘দ্য রুফ’-এ আয়োজিত এক্সক্লুসিভ রানওয়ে শোতে তাদের নতুন প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড ‘এসভি’ উন্মোচন করেছে।
সৌদিয়ার অফিসিয়াল আইএটিএ কোড থেকে নাম নেওয়া ‘এসভি’ এয়ারলাইনের ঐতিহ্যের সঙ্গে সংযোগ রক্ষা করে, একই সঙ্গে কোম্পানির ‘এভিয়েশনের বাইরে’ ব্র্যান্ড সম্প্রসারণের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে সৌদি সৃজনশীলতার আধুনিক অভিব্যক্তি উপস্থাপন করে। এই লাউঞ্জটি সাউদিয়ার আন্তর্জাতিক দর্শকের সঙ্গে ক্রমবর্ধমান সংযুক্তিকরণকেও তুলে ধরে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, যা এয়ারলাইনের একটি গুরুত্বপূর্ণ বাজার যেখানে ফ্যাশন, সংস্কৃতি এবং ভ্রমণ ক্রমাগত বিকাশ করছে।
“লাইভ টু ফ্লাই” থিমে উপস্থাপিত এই কালেকশনে ভ্রমণ-প্রেরণায় তৈরি ৪০টি রানওয়ে পিস ছিল। প্রতিটি ডিজাইনে উড্ডয়ন-অনুপ্রাণিত সূক্ষ্মতা ও আধুনিক বৈশ্বিক ট্রেন্ডের মেলবন্ধন ঘটিয়ে এমন পোশাক, ভ্রমণ-প্রয়োজনীয় সামগ্রী এবং অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে যা আভিজাত্য, গতি ও ব্যক্তিত্বকে তুলে ধরে।
সৌদি ডিজাইনার মোহাম্মদ খোজা—ফ্যাশন লেবেল Hindamme-এর প্রতিষ্ঠাতা—এর সঙ্গে সহযোগিতায় তৈরি এই কালেকশন সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক নান্দনিকতার সঙ্গে মেলানোর এক অভিন্ন দর্শনকে প্রতিফলিত করে। খোজার সৃজনশীল দিকনির্দেশনা ঐতিহ্য ও উদ্ভাবনকে একত্র করে দেখিয়েছে, কীভাবে সৌদি ডিজাইন বৈশ্বিক প্রাসঙ্গিকতা নিয়ে ক্রমাগত বিকশিত হচ্ছে। এই সহযোগিতা স্থানীয় প্রতিভা সমর্থন এবং আন্তর্জাতিক অঙ্গনে সৌদি সৃজনশীলতাকে উদযাপনে সৌদিয়ার অঙ্গীকারকে তুলে ধরে।
ডিজাইনার মোহাম্মদ খোজা বলেন: “এসভি নিয়ে সৌদিয়ার সঙ্গে কাজ করা ছিল এভিয়েশনের আভিজাত্যকে ফ্যাশনে অনুবাদ করার এক অনুপ্রেরণাদায়ক সুযোগ। এই কালেকশনের প্রতিটি পিসে আছে উড্ডয়নের অনুভূতি—আত্মবিশ্বাসী, পরিশীলিত এবং স্বতন্ত্রভাবে সৌদি।”
সৌদিয়া গ্রুপের চিফ মার্কেটিং অফিসার খালেদ তাশ বলেন: “এসভি হলো সৌদিয়ার স্পিরিটের বিস্তার। যেমন আমরা বিশ্বজুড়ে মানুষকে যুক্ত করি, তেমনি এসভি ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে, এভিয়েশনকে ফ্যাশনের সঙ্গে এবং সৌদি সৃজনশীলতাকে বৈশ্বিক দর্শকদের সঙ্গে যুক্ত করে। রিয়াদ ফ্যাশন উইকে এসভি উন্মোচন আমাদের জাতীয় পতাকাবাহী ও সাংস্কৃতিক দূত—উভয় ভূমিকাকেই প্রতিফলিত করা এক গর্বের মাইলফলক।”
এস ভি -এর লঞ্চ বাংলাদেশেও জোরালো সাড়া ফেলেছে, যেখানে সাউদিয়া ভ্রমণকারীদের সঙ্গে গভীর সংযোগ বজায় রেখেছে এবং ফ্যাশন ও লাইফস্টাইল প্রেমীদের ক্রমবর্ধমান সম্প্রদায় রয়েছে। এয়ারলাইনটি কেবল উন্নত উড়ান সংযোগ এবং বিশ্বমানের সেবার মাধ্যমে নয়, বরং এমন উদ্যোগের মাধ্যমেও দেশের উপস্থিতি আরও শক্তিশালী করছে যা সৌন্দর্য, সৃজনশীলতা এবং অগ্রগতির সাধারণ সাংস্কৃতিক মূল্যবোধকে প্রতিফলিত করে।
এস ভি-এর মাধ্যমে সাউদিয়া তার ভিশনকে কেবল বিমান পরিবহণের বাইরে প্রসারিত করছে — বাংলাদেশে এমন দর্শকদের অনুপ্রাণিত করছে যারা ভ্রমণ, সংস্কৃতি এবং আধুনিক ডিজাইনের সংমিশ্রণকে মূল্যায়ন করে।"
রিয়াদ ফ্যাশন উইকে আত্মপ্রকাশের মধ্য দিয়েই এসভি-এর যাত্রা শুরু হলো। ২০২৫ সালের নভেম্বর মাসে চালু হতে যাওয়া একটি নিবেদিত ডিজিটাল স্টোরের মাধ্যমে এই কালেকশন কেনা যাবে। আগামীতে এক্সক্লুসিভ সহযোগিতা ও মৌসুমি কালেকশনের মাধ্যমে এই লঞ্চের ধারাবাহিকতা বজায় রেখে নতুন রিলিজ আসতে থাকবে।
এমআই