তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্য। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার নিজ জেলা সিরাজগঞ্জ।
বিভাগীয় সূত্রে জানা যায়, পূজার ছুটিতে বাড়িতে গিয়ে চলতি মাসের ৩ তারিখে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন তিনি। এরপর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ৩ সপ্তাহ তাকে ভর্তি থাকতে বলা হয়। কিন্তু ৩ সপ্তাহ পরও তার অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। এদিকে গতকাল (২৯ অক্টোবর) রাতে ডাইরিয়ায় আক্রান্ত হন তিনি৷ পরে আজ বৃহস্পতিবার তার অপারেশনের কথা থাকলেও তীব্র পানিশূন্যতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। পরে অক্সিজেনের অভাবে মারা যান তিনি।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আসমা খাতুন বলেন, " ছেলেটা কয়কদিন পূর্বে এক্সিডেন্ট করেছিল। অসুস্থ অবস্থায় ছিলো। আজ অপারেশন করার কথা ছিলো। কিন্তু অপারেশনের পূর্বে তার অক্সিজেন কমে গেলে মারা যায়। তার মৃত্যুতে আমরা সমাজকল্যাণ বিভাগ পরিবার গভীরভাবে শোকাহত।
এমআই