তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সেকান্দার আলী। তিনি আগামী ২ বছরের জন্য এ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী-এর মেয়াদ ০২/১১/২০২৫ তারিখে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলী-কে ০৩/১১/২০২৫ তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগদান করেছেন ভাইস-চ্যান্সেলর।
নবনির্বাচিত ডীন অধ্যাপক ড. সেকন্দার আলী বলেন, " আসলে বাই রোটেশন এই দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। আমি বিদেশে পড়াশোনা করেছি। সৌদি আরবে ছিলাম ৯ বছর এবং পাকিস্তানে ছিলাম ৩ বছর। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে জানুয়ারী ১৯৯৪ সনে যোগদান করি। আমার সাবজেক্ট ছিল হাদীস—অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি, সবই হাদীসে। এখন আমার ব্যক্তিগত চিন্তা-ভাবনা হলো, আমাদের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে বেশী বেশী বিদেশী ছাত্র নিয়ে আসা । ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লেভেলে যাতে এটাকে তুলে ধরা যায় এবং বাহিরের বহির্গত ছাত্ররা যাতে এখানে আসতে পারে, সেই বিষয়ে ই আমার মূল চিন্তা-ভাবনা ।
তিনি আরও বলেন, " সামনে আমি হাদীসের উপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করব। তাছাড়া যে তিনটি বিভাগ রয়েছে এবং যে দুটো দুটো নতুন ডিপার্টমেন্ট খোলার অনুমতি হয়েছে সেগুলোকে যাতে উন্নত করা যায় এবং উন্নত মান এ নিয়ে যাওয়া যায় সেদিকে ফোকাস করব। এবং বিদেশী যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিগুলা আছে, ওর সাথে একটা সংযোগ স্থাপন করার চিন্তা-ভাবনা আছে। দায়িত্ব নেওয়ার পর সৌদি এম্ব্যাসি, পাকিস্তান এম্ব্যাসি বা অন্যান্য এম্ব্যাসি, এদের সাথে যোগাযোগ করে আমাদের বিশ্ববিদ্যালয়কে ইন্টারন্যাশনালী কীভাবে পরিচিত করানো যায় এবং যাতে ওখান থেকে বিদেশীরা এসে এখানে পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আলোচনা করব। "
এমআই