তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবক দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। আগামী ৩ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৯অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদা-এর সভাপতির যেয়াদ শেষ হওয়ায় পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, আমি বিভাগকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করবো। আমাদের বিভাগ বর্তমানে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ছাত্র শিক্ষক সম্পর্ক বর্তমানে তলানিতে। শিক্ষক সংকট বিদ্যমান। এটি সমাধান করে বিভাগের পরিবেশ উন্নত করাই আমার লক্ষ্য।
এমআই