তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক ইসলামী সংগঠন লাইট অফ কুরআনের নবীন সদস্যদের নিয়ে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ আনাস হল মসজিদে এ আয়োজন করা হয়। এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন সাজিদের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক ছিলেন শায়েখ মুশাহিদ আলী চমকপুরী।
আলোচনায় মুশাহিদ আলী বলেন, " পরস্পর পরিচিত হওয়া একটা একটা ইবাদত। আর পরিচিত হওয়ার পেছনে যদি কোনো সৎ উদ্দেশ্য থাকে সেটা হয় সাদকায়ে জারিয়াহ।আমরা সবাই যেটা চাইব সেটা নাও হতে পারে। তবে আল্লাহ যেটা চাইবে সেটা অবশ্যই হবে। সারা দুনিয়ায় সকল মানুষ কিছু একটা করতে চাইলে সেটা যদি আল্লাহ না চান তাহলে ঐটা আর হবেনা। আমাদের সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ আমাদের ব্যাপারে যা সিদ্ধান্ত ই নেন না কেনো সবই কল্যাণকর।
তিনি আরও বলেন, "আমাদের সবাইকে বিশ্বনবীর অনুসরণ অনুকরন করতে হবে। উভয় জাহানের সফলতা একমাত্র রাসুল (স) এর পথ অনুসরণ করার মাধ্যমেই পাওয়া সম্ভব। রাসুল (স) এর মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। আমাদের সকলকে বেশি বেশি জিকির করতে হবে। নামাজ হচ্ছে সবচেরে বড় জিকির। কুরআন তেলাওয়াতও আরেক প্রকার জিকির। কোরআন তেলাওয়াত মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। এটা কমে গেলে আমরা অধিক পরিমান জিকিরকারী হতে পারব নাহ। আর এটা না পারলে পরকালে মুক্তি কঠিন।"
এমআই