নিজস্ব প্রতিবেদক:
২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তৃতীয়বারের মতো আমির হলেন তিনি।
জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।
রোববার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।
৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের (সদস্য) রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
জানা গেছে, ডা. শফিকুর রহমান ২০১৯ সালের ১২ নভেম্বর জামায়াতে ইসলামীর রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন। ওই বছরের ৫ ডিসেম্বর ২০২০-২০২২ কার্যকালের জন্য আমিরে জামায়াত হিসেবে প্রথমবার বারের মতো শপথ গ্রহণ করেন তিনি। পরে ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন এবং ১৮ নভেম্বর ২০২৩-২০২৫ কার্যকালের জন্য দ্বিতীয় বারের মতো শপথ গ্রহণ করেন।
জামায়াতে ইসলামীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান ১৯৭৭ সালে জাসদ ছাত্রলীগ থেকে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। পরে সংগঠনটির সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সিলেট শহর শাখার সভাপতির দয়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন শফিকুর রহমান। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরের আমির হিসেবে দায়িত্ব পালনের পর দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি পদে আসীন হন। ২০১৬ সালে সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।
এমআই