তালুকদার হাম্মাদ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বার্ধক্যজনিত কারণে মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. ইয়াহিয়া রহমান। মঙ্গলবার ( ৪ নভেম্বর)  দুপুর আড়াই টার সময় তিনি মৃত্যুবরণ করেন। 
জানা যায়, তিনি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তিনি ২০০৯ সালে  অবসর গ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদীন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। এ অসুস্থতার কারণেই আজ নিজ বাসা গাজীপুরে মৃত্যু হয় তার।
এ ব্যাপারে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, "ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন। তিনি চাকুরিরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনেক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন "
বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি বলেন, " ইয়াহিয়া স্যার শুধু আমার নয়, বরং অনুষদের ডিনেরও শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের অনুষদ ও বিভাগে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন।"
এমআই