আহসান শামীম, চবি প্রতিনিধি :
দীর্ঘ ৩৬ বছর পর গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। কিন্তু এরই মধ্যে এক বছর মেয়াদি এই কমিটির ২১ দিন পেরিয়ে গেলেও ছাত্র সংসদের নিজস্ব কার্যালয় বুঝে পায়নি নির্বাচিত প্রতিনিধিরা। অথচ শপথ অনুষ্ঠানও হয়ে গেছে। শুধু তাই নয়, ছাত্র সংসদের অফিসকক্ষ বুঝে না পাওয়ার কারণে প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সিনেটকক্ষে তাদের প্রথম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা সম্পন্ন করেছেন।
গতকাল বিকেল সাড়ে ৩ টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য বরাদ্দ রয়েছে ৬টি কক্ষ। প্রতিটি কক্ষই ফাঁকা, ধুলাবালিতে ভরা। নির্মাণ শ্রমিকেরা সেখানে কাজ করছেন, টুংটাং আওয়াজে চলছে কক্ষ সংস্কারের কাজ। তবে সেই কাজ কবে শেষ হবে জানেন না শ্রমিকেরা।
কার্যালয়ের প্রথম কক্ষটি সাধারণ সম্পাদকের। সেখানে ইটের টুকরো পড়ে আছে, অর্ধলিখিত নামফলকটি মুছে গিয়ে আটকে রয়েছে দরজার ওপরে। একটু সামনে এগিয়ে কার্যালয়ের উত্তরদিকে সম্পাদকমণ্ডলীর কক্ষে ঢুকতেই দেখা যায় ইলেক্ট্রনিক সুইচ বোর্ডই নেই, নতুন তার টাঙানো হচ্ছে। রুমটিতে ভাঙাচোরা টেবিল এবং সামনে একটি চেয়ার ফেলে রাখা হয়েছে। এরপর পাশের আরেকটি কক্ষ সাংবাদিক সমিতির আয়ত্তে রয়েছে, যা শিগগিরই অন্যত্র স্থানান্তর করে কক্ষ ফাঁকা করে দেওয়া হবে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় সংসদের পাশাপাশি কোনো কোনো হল সংসদেও একই অবস্থা। তবে মেয়েদের বেশিরভাগ হল সংসদের অফিস কক্ষ বুঝিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়া হলের এক প্রতিনিধি। তবে ছেলেদের দু-একটি হলের ভিপির সাথে যোগাযোগ করা হলে তারা কেউ অফিস কক্ষ পেয়েছেন, আবার কেউ এখনো পাননি। এ বিষয়ে শাহজালাল হলের ভিপি আলাউদ্দিন সন্দ্বীপী বলেন, তারা কক্ষ বুঝে পেয়েছেন। তবে শাহ আমানত হলের ভিপি জাহাঙ্গীর আলম বলেন, আমাদেরকে এখনো কক্ষ বুঝিয়ে দেয়নি, তবে হলের প্রভোস্ট বলেছেন আগামীকাল (আজ বুধবার) আমাদেরকে হল সংসদের কক্ষ বুঝিয়ে দেবেন।
কার্যালয় বুঝে পেতে কতদিন সময় লাগবে এ বিষয়ে জানতে প্রশ্ন করা হলে ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম রনি বলেন, ছাত্র সংসদ খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। ইতোমধ্যে চাকসু নির্বাচনের ২১দিন পেরিয়ে গেলেও আমাদের ছাত্র সংসদের অফিসটি বুঝে পাইনি। তবে আমাদেরকে ভিসি স্যার আস্বস্ত করেছেন আগামী ১০ নভেম্বরের মধ্যে অফিসের আসবাব থেকে শুরু করে সবকিছু বুঝিয়ে দেবেন।
নির্বাচন ও শপথের পর এখনো কার্যালয় বুঝে না পাওয়ার বিষয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব ঢাকাভয়েস২৪.কমকে বলেন, নির্বাচন শেষ হয়ে গেলেও কার্যালয় বুঝিয়ে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলেছেন একটি বাজেট দেবেন এবং ছাত্র সংসদের অফিস শিগগিরই বুঝিয়ে দেবেন। প্রশ্ন করলে তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে এখনো চাকসুর কার্যালয় বুঝে পায়নি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা।
একে