বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে মানসিক স্বাস্থ্য, বিষণ্নতা ও তার কার্যকর প্রতিকার বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “শিক্ষার্থীর শিক্ষাগত অগ্রগতি, সামাজিক আচরণ ও ব্যক্তিত্ব গঠনে সুস্থ মানসিক অবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত পরিবর্তনশীল সমাজে শিক্ষার্থীরা নানা মানসিক চাপ ও উদ্বেগে ভুগছে। তাদের জন্য পরামর্শ, সহায়তা ও কাউন্সেলিং সেবার সুযোগ আরও সহজলভ্য করা প্রয়োজন।” তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিশেষায়িত কাউন্সেলিং সেবা চালু রয়েছে এবং তা আরও সম্প্রসারণ করা হবে।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ ডা. এ. এম. এম. শাহরিয়ার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. খন্দকার আনজুমান আরা বেগম।
বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিষণ্নতা প্রতিরোধের উপায়, আত্ম-সচেতনতা, সহায়ক সম্পর্ক এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্কলারশিপ সাপোর্ট অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমআই