রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের পেশাজীবি ইউনিট, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরাও র্যালিতে উপস্থিত ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিনেট ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা।
একটি চক্র সংঘবদ্ধভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে উল্লেখ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন,"৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম যে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তবে বর্তমানে একটি নির্দিষ্ট চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা কোনভাবেই নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত হতে দিতে পারি না। নির্বাচনের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করবো।"
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেছেন, "বিএনপি গণমানুষের দল হওয়ায় গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার বার বার চেষ্টা করেও এই দলকে ভাঙতে পারেনি।"
তিনি আরও উল্লেখ করেন, "গত বছরের ৫ আগস্ট ছাত্র- শিক্ষক - জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা মনে করি, এদেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচন দরকার। এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা চাই না এইদেশে আবার ফ্যসিবাদ ফিরে আসুক।"
এসময় জিয়া পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ প্রায় দুইশত ককর্মকর্তা - কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মিডিয়া সেলের আহব্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এ দিবসটি পালিত হয়। কর্নেল (অবঃ) আবু তাহের এর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফের তিনদিনের সরকারের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থাকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন।
এমআই