নোয়াখালী প্রতিনিধি:
বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, কবিরহাটে রাজনৈতিক প্রোগ্রামকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে বৈষম্য ও অশোভনীয় আচরণ করছে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই প্রেক্ষাপটে নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকরা আজ (১১ নভেম্বর) থেকে সকল রাজনৈতিক প্রোগ্রাম বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কবিরহাট মফস্বল সাংবাদিক ফোরামের অফিসে এনটিভি অনলাইন/ডিজিটাল প্রতিনিধি মোঃ আবদুল্যাহ চৌধুরীর সঞ্চালনায় একটি জুরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর, আমাদের সময়, সকালের সময়, মানব জমিন, ইনকিলাব, জনবানী, আলোকিত প্রতিদিন, মুভি বাংলা টিভি, বাংলানিউজ, নোয়াখালী প্রতিদিন, দৈনিক দিশারী, নয়া পৃথিবী, চ্যানেল নোয়াখালী, অনলাইন নিউজ গণমাধ্যম ২৪, কবিরহাট টুডে সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার জেলা-উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, যে কবিরহাট উপজেলায় কোন রাজনৈতিক প্রোগ্রামে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আর কোনো সাংবাদিক অংশগ্রহণ করবেন না।
সাংবাদিকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি মোঃ রেজাউল হক বলেন, "আমরা রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ না করলেও সাধারণ সংবাদ কাভারেজ, সামাজিক ইভেন্ট, দুর্ঘটনা, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর কাভারেজ অব্যাহত রাখবো। আমাদের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের সম্মান নিশ্চিত করা এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।"
সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, সকল রাজনৈতিক ব্যক্তিধারা ভবিষ্যতে সাংবাদিকদের সম্মান নিশ্চিত করবেন, যাতে উপজেলা ও সমাজে তথ্যের সঠিকতা ও স্বচ্ছতা বজায় থাকে।
এমআই