বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জাতীয় বিতর্কে রানার আপ ডিআইইউডিএস

বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
জাতীয় বিতর্কে রানার আপ ডিআইইউডিএস

ডিআইইউ প্রতিনিধি:

জাতীয় বিতর্ক ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) কর্তৃক আয়োজিত 'রিনিউয়েবল এনার্জি আন্ত: বিশ্ববিদ্যালয় জাতীয় ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫'-এ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিআইইউডিএস) দল "ভাঙ্গা সংসদ" রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দেশের পাবলিক-প্রাইভেটসহ মোট ২৪টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিআইইউডিএস-এর এই দুর্দান্ত সাফল্যের পেছনে ছিলেন দলের সদস্যরা—সৌমিত্র রক্ষিত, লিয়াকত হোসেন লিংকন (ফার্মেসী) ও মহির ফয়সাল কল্লোল (বিবিএ)।
​ডিআইইউডিএস-এর 'ভাঙ্গা সংসদ' তাদের বিজয় যাত্রায় বেশ কিছু শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছে। তাদের মুখোমুখি হওয়া এবং জয়লাভ করা দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ও ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
​টুর্নামেন্টের ট্যাব ব্রেকে ডিআইইউডিএস-এর দলটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ ব্রেকিং টিম, যা তাদের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়।
​দলগত সাফল্যের পাশাপাশি, ডিআইইউডিএস-এর সদস্যরা ব্যক্তিগত নৈপুণ্যেও নজর কেড়েছেন। টুর্নামেন্টে তারা অর্জন করেছে দুইটি স্পিকার ব্রেক। সৌমিত্র রক্ষিত টুর্নামেন্টের ষষ্ঠ স্পিকার ও শ্রেষ্ঠ রিপ্লাই স্পিকার এবং লিয়াকত হোসেন লিংকন টুর্নামেন্টের অষ্টম স্পিকার ব্রেক অর্জন করেন।

এ ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, "সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের মাঝে রানার আপ হওয়া ডিআইইউডিএস-এর জন্য এক নতুন মাইলফলক। সৌমিত্র, লিয়াকত ও মহিরের এই প্রচেষ্টা প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও যুক্তিতর্কের চর্চায় কতটা এগিয়ে। আমরা এই সাফল্যে অত্যন্ত গর্বিত এবং ডিআইইউডিএস-কে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।"

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল