ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘সিভিল ক্যারিয়ার সামিট-২০২৫’।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (এসটিসি) দিনব্যাপী ক্যারিয়ার সামিটটি অনুষ্ঠিত হয়।
‘ক্যারিয়ার সামিটটি ইউনাইটিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি টু বিল্ডিং টুমোরোস লিডারস’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। এখানে একাডেমি ও শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্দেশনা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত অনুপ্রেরণা প্রদান করছেন।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের চিফ অ্যাডভাইজার এস এম সাজ্জাদ আহমেদ শোভন, বিভাগীয় কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ওমর ফারুক। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগীয় সহকারী অধ্যাপক সানিউল হক মাহী, এবং অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাজমূল হাসান খান জিমি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন কনস্ট্রাকশন অ্যান্ড কনসালট্যান্টের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার বিল্লাল হোসাইন, এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসাইন, র্যাংকনের হেড অব কনস্ট্রাকশান ইঞ্জিনিয়ার নাজমূল হুদা রায়হান, পিএমপি এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রিয়েল এস্টেট অ্যান্ড মোবিলিটি ডিভিশনের হেড অব এইচআর ইস্কান্দার মির্জা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী হিমু এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক গণেশ চন্দ্র সাহা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি মো. ফয়সাল শেখ। অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সিভিল ক্যারিয়ার সামিট ২০২৫’ শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী জ্ঞান, শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পেশায় নেতৃত্ব গঠনের এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাস্তব চাকরির বাজার সম্পর্কে পরিচিত করতে ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন করতে এরকম নানান আয়োজনের মাধ্যমে চেষ্টা করব।
এমআই