নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে নতুন ২টি বই। প্রবন্ধের একটি হচ্ছে- রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা' ও বাংলাদেশের কবিতার (১৯৭২-২০২২) ভাষা ও শৈলী। প্রথম বইটির প্রধান সম্পাদক আবিদ আজম ও দ্বিতীয়টির প্রধান সম্পাদক আশিক রেজা। দুটি বই সম্পাদনা করেছেন কবি ও গবেষক ইমরান মাহফুজ।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই অথবা চাই না এবং ভাষা ও গণতন্ত্র কেমন হওয়া উচিত, গণমানুষের আকাঙ্ক্ষা কী, শিক্ষা ও সংস্কৃতির অবস্থান কোথায়? এমন প্রশ্নের জবাবকে প্রাধান্য দেওয়া 'রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা' সম্পাদিত বইটির দাম ৫৮০ টাকা। দ্বিতীয়টি বাংলাদেশের কবিতার (১৯৭২-২০২২) ভাষা ও শৈলীর দাম ১১০০টাকা।
গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে 'বিক্ষুব্ধ কবি লেখক সমাজ'র আয়োজনে ইতিহাস ও চিন্তার সমন্বয়ে 'ভাষা ও গণতন্ত্র, রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা' শীর্ষক সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে রাষ্ট্রচিন্তা, গণতন্ত্র, নারী স্বাধীনতা, ভাষা ও শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, নদী ও প্রকৃতি, সমকালীন রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ। লেখাগুলোতে একদিকে যেমন উঠে এসেছে গণআন্দোলনের অভিজ্ঞতা, তেমনি প্রতিফলিত হয়েছে বর্তমান সময়ের সংকট ও ভবিষ্যতের করণীয়।
বাংলাদেশের কবিতার ভাষা ও শৈলী বইটিতে ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের কবিতা একটি স্বাধীন রাষ্ট্রের জন্মবেদনা, সংগ্রাম ও অগ্রযাত্রার প্রতিচ্ছবি উঠে এসেছে। এই সম্পাদনায় কবিতার স্বতন্ত্র ভাষা ও শৈলী যারা তৈরি করেছেন, যা তাদের নিয়ে বিশেষভাবে সুচিবদ্ধ হয়েছে। সম্পাদক বলেন, ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের কবিতা ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি স্বতন্ত্র ধারা হিসেবে বিকশিত হয়েছে। এই কালপর্বে কবিতার ভাষা ও শৈলীতে বাস্তবতা, দেশপ্রেম, সামাজিক ও রাজনৈতিক অন্যায় এবং মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন ঘটেছে, যা পূর্ববর্তী পাকিস্তানি ভাবধারা থেকে সম্পূর্ণ আলাদা।
পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা' ও বাংলাদেশের কবিতার (১৯৭২-২০২২) ভাষা ও শৈলী- এই দুটি বই আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের ভাষা ও গণতন্ত্রের উপর নির্ভর করে মূল্যবোধ ও বিকাশ। জুলাইয়ের প্রেরণায় সে বইটি রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা। তাছাড়া ভাষার শক্তি হচ্ছে কবিতা, তার গতি প্রকৃতি বুঝার জন্য বাংলাদেশের কবিতার বইটি গবেষকদের জন্য সহায়ক।
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে প্রকাশিত বইয়ের মধ্যে আছে বিভিন্ন গবেষণা গ্রন্থ, পকেট অভিধান এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় অনূদিত বই। এছাড়া প্রতিষ্ঠানটি "মাতৃভাষা বার্তা" নামক একটি নিয়মিত প্রকাশনাও করে, যার মধ্যে "মাতৃভাষা পিডিয়া"-এর তথ্য সংগ্রহের প্রতিবেদনও অন্তর্ভুক্ত রয়েছে।
এমআই