নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের জন্য বরাদ্দকৃত নতুন রুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় ফিতা কাটার মাধ্যমে ফুলার ভবনের ১৩ নং কক্ষটি রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট এর পরিচালনা কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ ড. মো: ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো: সেরাজ উদ্দিন ও রেড ক্রিসেন্ট কলেজ ইউনিটের উপদেষ্টা ও অধ্যাপক মুহাম্মদ আবদুর রকিব সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। উদ্বোধনের মাধ্যমে ফুলার ভবনস্থ উক্ত ১৩ নং কক্ষটিকে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন কার্যক্রম পরিচালনা কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, 'রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। এর সুনাম বজায় রাখতে সততার সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
তিনি যুব সদস্যদের মানবিক ও সামাজিক সেবায় আরও আন্তরিক ও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
এছাড়া রেড ক্রিসেন্ট ইউনিটের উপদেষ্টা সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রকিব বলেন, নতুন বরাদ্দকৃত রুমটি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সদস্যদের দলগতভাবে কাজের ধারা আরও উন্নত করার আহ্বান জানান।'
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত যুব সদস্যরা নতুন পরিবেশে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের যুবনেতা রবিউল ইসলাম মিন্টু বলেন,'আমাদের নির্দিষ্ট কোনো রুম না থাকায় ২০১৬ সাল থেকে অগোছালো ভাবে রেড ক্রিসেন্ট দলের কার্যক্রম চলছিল। কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাই রেড ক্রিসেন্ট দলকে নির্দিষ্ট রুম দেয়ার জন্য। আশা করছি নতুন রুম আমাদের কার্যক্রমে গতিশীলতা আনতে সহায়তা করবে।'
এমআই