এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিষখালী সার্বজনীন শ্রী শ্রী রাধামাধব মন্দির (কুন্ডুপাড়া) তিন দিনব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, ধর্ম যার যার এ দেশ সবার। আওয়ামী লীগ সরকারের আমলেই এ দেশে সনাতন সম্প্রদয়ের মানুষ বেশী নির্যাতিত হয়েছেন।
অর্পিত সম্পত্তি আইন দ্বারা তারা নির্যাতিত। হিন্দু সম্প্রদয়ের কোন মানুষ অন্য দেশে চলে গেলে তাদের সম্পত্তি শত্রæ সম্পত্তি বলে সরকারিভাবে খাস করে নেওয়া হয়। এ আইন চলতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা সকল সম্প্রদয়ের মানুষের সম্পদ রক্ষার্থে দলীয় নেতাকর্মীরা তাদের পাসে থেকে সহযোগীতা করবেন। দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখলকারি চাঁদাবাজ বিএনপিতে স্থান হতে পারে না। সনাতনীদের ভুল বুঝিয়ে একটি দল ভোটের ব্যবসা করছেন। অনেকে বলে থাকেন হিন্দুদের ভোটতো নৌকায় দিবে। এটা আমরা বিশ্বাস করি না।
শনিবার রাত ৯টায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী সার্বজনীন শ্রী শ্রী রাধামাধব মন্দিরে এ পদাবলী কীর্তন অনুষ্ঠানে ভক্তবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন এসব কথা বলেন, অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব উৎপল কুমার দাস, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির নেতা খান আতাউর রহমান, খেলাফত হোসেন খসরু, মন্দির কমিটির সভাপতি সুবাল দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুন্ডু, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান, বিএনপি নেতা আলি হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর পূর্বে একইদিন বিকেল ৪টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়য়ন মহিলা দলের আয়োজনে নারীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন। উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন মহিলা দলের নেত্রী নাসরিন নাহার।
এমআই