নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব (আরসিপিসি) এর ৮ম বর্ষপূর্তি ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরসিপিসি এর শিক্ষক উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
'আমাদের কলেজে যেসকল কো-ক্যারিকুলাম ক্লাব রয়েছে প্রায় ৫০ টির মতো, এর মধ্যে এই প্রেজেন্টেশন ক্লাব একটি। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলছে,উপস্থাপনশৈলী শেখাচ্ছে। '
তিনি আরও বলেন, 'প্রেজেন্টেশন ক্লাব নিজের কার্যক্রমের পাশাপাশি আরো একটি ক্লাবের কার্যক্রম পরিচালনা করে। আমাদের বিভিন্ন ভাষা শেখানোর জন্য যে ক্লাব অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তার কাজগুলো ও করছে। আমি সংগঠনের সাফল্য কামনা করছি।'
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন।
এছাড়াও এসময় উপদেষ্টামন্ডলী থেকে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ফারুক হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব তোফায়েল আহম্মেদ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদিকুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ ইমরান হোসেন।
এছাড়াও সংগঠনটির সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাহিদুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয় এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন সদস্যদের বরণ করে নেয়ার পাশাপাশি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এমআই