মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে নার্স ও মিডওয়াইফদেরকে ভিন্ন অধিদপ্তর ও ভিন্ন পেশাজীবীর মাধ্যমে পরিচালনা করার জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিরোধী অপচেষ্টার প্রতিবাদে ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) দিনাজপুর জেলা শাখা।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫)বেলা সাড়ে ১২ টায় দিনাজপুর প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলার শাখার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দিনাজপুরে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।
স্মারকলিপিতে বলা হয়, স্বাস্থ্য উপদেষ্টা কর্তৃক আশ্বাস প্রদানের ১৪ মাসেও নার্স-মিডওয়াইফদের ন্যায্য দাবীগুলো পূরণ হয়নি। স্মারকলিপিতে ৪৮ বৎসরের ঐতিহ্য ধরে রাখতে অতিসত্ত্বর তাদের ৮ দফানবাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি লায়লা আরজুমান, সাধারণ সম্পাদক বেনজামিন দাস, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি মোছাঃ শাহনাজ পারভীন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিনসহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অন্যন্য নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমআই